শহিদুল ইসলাম,গাজীপুর।।
শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম শুরু হচ্ছে, যা প্রাক প্রাথমিক থেকে ট্রায়াল চলছে। কারিকুলামকে যুগ উপযোগী করছি। যার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা হবে আনন্দময় । বলেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমণি এমপি।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরোও বলেন, বিশ্ববিদ্যালয় মানে শুধু জ্ঞান চর্চা ও মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র নয়। বিশ্ববিদ্যালয় গুলোকে জ্ঞান সৃষ্টির কেন্দ্র হতে হবে। জ্ঞান সৃষ্টি হবে গবেষণা দিয়ে, সেজন্য আমাদের গবেষণাটা খুব দরকার, ই – লাইব্রেরী দরকার। শুধু বই পড়বেন ও হাতে কলমে শিখবেন তা নয় তার সাথে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। নিজেদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে হবে। এসব ছাড়া মানুষ কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ)এর উপাচার্য ড. মুনাজ আহমেদ নুরের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন মাওলানা ভাষাণী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ ফরহাদ হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন, বিডিইউ‘র রেজিস্টার আশরাফ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, বিডিইউ‘র জন সংযোগ কর্মকর্তা শহিদুল হক সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।