রাজিবুল হাসান♦
বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে
দেশব্যাপী জেএমবি’র সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
গতকাল (১৮ আগস্ট) বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন চত্বরে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে ও বিক্ষোভ মিছিলে যোগ দেয়। সমাবেশ শেষে মিছিলটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে সমাপ্ত হয়।
এছাড়াও সারা দেশে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় স্বেচ্ছাসেবক লীগের স্ব স্ব শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী।