সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি◊◊
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, এস আই আবু তালেব মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, সবুজ শিক্ষালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমূখ।
পরে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।