মো: মুক্তার হোসেন,রাজশাহী প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার কারণে দেশের সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু বন্ধ হয়নি রাজশাহী দুর্গাপুরে কোচিং বাণিজ্য। ২৩সে আগস্ট সরেজমিনে ঘুরে দেখা যায় এর বাস্তব চিত্র দুর্গাপুর কলেজ রোডে ব্যতিক্রম কোচিং সেন্টার চালানো হচ্ছে ব্যতিক্রম কোচিং সেন্টার পরিচালনা করছেন ৩ নং পানানগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের নেতা মোঃ রিয়ান। এভাবেই করে নিয়েছে অবৈধ কোচিং বাণিজ্যকে বৈধ । এসব কোচিং সেন্টারে এক ব্যাস পড়ানো হচ্ছে ৩০ থেকে ৪০ জন ছাত্র ছাত্রী কোচিং সেন্টারে কোন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা।
এসব কোচিং সেন্টারের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানালেও হয়নি তেমন কোনো লাভ।
দুর্গাপুরের কিছু ব্যক্তি জানান, এসব কোচিং সেন্টারের বিরুদ্ধে দ্রত আইনগত ব্যাবস্থা গ্রহণ না করলে দূর্গাপুররে শিশুরা মারাত্মক করোনার ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছে দুর্গাপুরের সাধারণ জনতা।