মো.নাঈম হোসেন, দুমকি(পটুয়াখালী):
পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার ভোর সাড়ে ০৬ টায় দুমকির ইউনিভার্সিটি স্কয়ারের (পাগলার মোড়) কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের গাছের উপর উঠিয়ে দেয়। এতে ট্রাকটির ড্রাইভার, হেলপার ও তাদের সাথে থাকা আরও একজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। স্থানীয় মোঃ শামীম আকন জানান, সকালে পাগলার মোড় অতিক্রম করে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উত্তর পার্শ্বে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটির রাস্তার পাশের গাছের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালীতে নিয়ে যান। ট্রাকটি উদ্ধার করতে বর্তমানে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।