দীর্ঘ কয়েক বছর পর পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের বোদা উপজেলা বোদা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বোদা পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বোদা পৌর বিএনপির নবনির্বাচিত আব্দুস সামাদ তারা কে সভাপতি ও দিলরেজা ফেরদৌস চিন্ময় কে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান অনু ও সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ নির্বাচিত নতুন কমিটি গঠন করা হয়।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ অতিথি বৃন্দ বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সভার প্রথম অধিবেশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অবসর প্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, জেলা যুব দলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য ইউনুস শেখ, যুগ্ম আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, আবু হাসান মোঃ ওয়াসিউল ইসলাম হাসান, আবু সায়েম।
এ সময় বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন হাসান,যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মহব্বত সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলন।
এর আগে বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মী মিছিল সহকারে সম্মেলনে অংশ গ্রহণ করেন। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রধান অতিথি আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ বলেন, এই বোদা পৌর বিএনপির নেতা কর্মী ও সদস্যরাসব সময় মানুষের পাশে থাকবেন। বিএনপি গণমানুষের দল। এরপর ধারাবাহিকভাবে সব অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে বোদা পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে আব্দুস সামাদ তারা কে আহবায়ক ও দিলরেজা ফেরদৌস চিম্ময়কে সদস্য সচিব করে বোদা পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ কয়েক বছর এই আহবায়ক কমিটি বোদা পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন।