এ.বি.এম বায়েজীদ এডভোকেট সম্পাদিত দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গ্রন্থের প্রকাশনা মোড়ক উন্মোচনের মধ্যে দিয়ে উৎসবটি অনুষ্ঠিত করা হয়।
গতকাল (২২ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলেবঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গবেষণা কেন্দ্রের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে “দেশরত্ন থেকে বিশ্বনেতা” শীর্ষক আলোচনা ও এ.বি.এম বায়েজীদ এডভোকেট সম্পাদিত দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গবেষণা কেন্দ্রের সভাপতি এ.বি.এম. বায়েজীদ এডভোকেট এর সভাপতিত্বে ও দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গ্রন্থ এর সহ-সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী হাবিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ নাজমুল হুদা, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকা, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ রাজন প্রমুখ।
অনুষ্ঠানে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন করেন, উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানে আ আ ম স আরেফিন সিদ্দিক আরও বলেন, শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। কারণ, তিনি তরুণ প্রজন্মের শিক্ষা অর্জন, তাদের কর্ম উপযোগী করা এবং সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং মন্তব্য করে তিনি বলেন, বরাবরই তাঁর রাজনৈতিক, সামাজিক অস্তিত্বে হুমকি এসেছে। সেসব হুমকি সাহসের সঙ্গে মোকাবিলা করে তিনি এ পর্যায়ে এসেছেন।