ঘােড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘােড়াঘাট মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একইদিক থেকে আসা অপর একটি ধান বােঝাই ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত অবস্থায় ঘােড়াঘাট উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে বগুড়া শহীদ জিয়া মেডিকল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পতিমধ্য তাঁরও মত্যু হয়।
বুধবার (২৫ ডিসম্বর) ভাের আনুমানিক ৫টার দিকে দিনাজপুর-গাবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ৩নং সিংড়া ইউপির কৃষিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধানবাহী ট্রাকের ড্রাইভার ইসমাইল হােসেন (৫৮) বগুড়ার শেরপুর উপজলার বাসিন্দা। অপরদিকে নিহত চালকের সহকারী বাবু মিয়া (৪৫) একই জেলার ধুনটে উপজেলার বরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বলে জানাগেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভােরের দিকে পঞ্চগড় জেলার বােদা থানা থেকে বগুড়া জেলার উদ্দশ্য শেরপুরগামী ধানবাহী একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রাে-ট-১৩-৪২৫৪ দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে সজরে ধাক্কা দেয়। এতেই দুর্ঘটনার সৃষ্টি হয়। ঘটনাস্থলেই মারা যায় চালক, পতিমধ্য হেলপাররও মৃত্যু হয়।
ঘােড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পরে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যােগাযােগ করার চেষ্টা চলছে।
নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।