আমিরুল ইসলাম কবিরঃ
”এসো প্রশিক্ষণ গ্রহণ করি বেকার মুক্ত দেশ গড়ি,এই স্লোগানকে সামনে রেখে শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসাবে আয়োজন গড়ে তোলা হয়।
দেশকে বেকার মুক্ত করার অঙ্গীকারবদ্ধ হয়ে আজ হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছে দক্ষ ও সফল উদ্যোক্তা পরিবার। গতকাল (৩ মার্চ) শুক্রবার সকাল থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে নেতৃত্ব দেন দক্ষ ও সফল উদ্যোক্তা পরিবারের প্রতিষ্ঠিতা মো. আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উক্ত প্রোগ্রামে অংশ নেন গাইবান্ধা জেলার সাত উপজেলা থেকে ছুটে আসা সকল সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হক নিরব, সদস্য- মো. আহাদ মিয়া শ্রী পল্লব কুমার,মো. দিগন্ত ইসলাম দুলাল,হুসাইন,মিলি খাতুন,আবির চক্রবর্ত,মো. আতাউর রহমান (মাস্টার), সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার মুহাম্মদ আলিনূর রহমান ও আরো অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।