আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন জমি কিনে দখল ও গাছের চারা রোপণ এবং প্রভাবশালী মহল কর্তৃক সেই জমি বেদখলের চেষ্টা। বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি।
সরেজমিনে গিয়ে দেখাগেছে,গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা মৌজার ইফাজ উদ্দিন সরকারের ছেলে পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন পীরগাছা মৌজায় মো. নুর আলম সরকার,বিক্রেতা মো. আঃ মান্নানের নিকট হতে সোয়া ৫ শতাংশ জমি ক্রয় করেন। যার খতিয়ান নং – ৩০৭,দাগ নং- ৭৭/৭৮,দলিল নং- ৫৭৪১/২০২৩। উক্ত জমি ক্রয় করার পর খারিজ খতিয়ান করে এবং জমি দখলে নিয়ে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন ক্রেতা নুর আলম সরকার।
এদিকে,ভোগ দখলের এক পর্যায়ে সাহাপাড়া ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুর ২য় স্ত্রী মাহফুজা বেগম ওই জমির দাবী ও জমিটি বেদখলে নেয়ার চেষ্টা করে তার লোকজন লাগিয়ে দিয়ে গাছগুলো উপড়ে ফেলেন। এছাড়া ওই প্রভাবশালী মহল বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করছেন বলে সাংবাদিকদের জানান ভুক্তভোগী জমি ক্রেতা নুর আলম সরকার।
তবে অভিযুক্ত মাহফুজা বেগমের দেখা না পাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এব্যাপারে ভুক্তভোগী নুর আলম সরকার সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।