প্রকাশ সরকার সুমন♦♦
তীব্র তাপপ্রবাহে রাজধানীর ডেমরায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় ঠান্ডা খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে ।
সোমবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততম এলাকায় প্রতিদিনের ন্যায় ৩ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
ডেমরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মধুসূদন দাস, অপারেশন অফিসার সুব্রত পোদ্দার সহ অন্যান্য পুলিশ সদস্যরা সারুলিয়া, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, বড়ভাঙ্গা, ডগাইর এলাকায়, দিনমজুর, রিক্সাচালক, বাজারের লেবার সহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন।
অটোরিকশা চালক মকবুল মিয়া এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে বলেন, পুলিশের এ মানবিক কাজকে সাধুবাদ জানান। বর্তমানে বাংলাদেশের পুলিশ মানবিকতায় কাজ করে যাচ্ছে বলে সবাই খুশি। পুলিশের এমন কর্মকাণ্ড এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, উত্তপ্ত বায়ুতে জনজীবন বিপর্যস্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার এর নির্দেশে। ডেমরা থানা এলাকায় অসহায় ও শ্রমজীবি মানুষের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।