নিজস্ব প্রতিবেদক:
বেশ কয়েক বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতুমীর কলেজ শাখা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ৯ টা থেকে এ কর্মীসভা শুরু হয়। যা এখনো চলমান।এ কর্মী সভায় উপস্থিত হয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি তসলিমা আহসান মাসুম।এ কর্মীসভায় তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও আমিনুল হক হিমেলের উপস্থিতি লক্ষ করা যায়নি।
সভাপতি মাসুম উপস্থিত রয়েছেন এবং সাধারণ সম্পাদকের উপস্থিতির না পেয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীরা তার হিমেলকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন।তিতুমীর কলেজ ছাত্রদলের তথ্যমতে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঢাকা বিভাগ ১ (ক) সাংগঠনিক টিম এ মতবিনিময় সভার আয়োজন করেন।তিতুমীর কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক সোহাগ মোল্লা গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং তারেক রহমান’র দিক নির্দেশনায় সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের আজকের এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।এ কর্মী সমাবেশ সফল করতে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীর ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন।এদিকে এই কর্মীসভায় তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
সরেজমিনে দেখা যায়, এ কর্মীসভায় তিতুমীর কলেজ ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি, যা ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম বলেন, বেশ কয়েক বছর পর তিতুমীর কলেজ ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে যা এখনো চলমান।তিনি বলেন, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলকে শক্তিশালী করার জন্য যোগ্য নেতৃত্বে অপেক্ষায়। সকলের জন্য শুভকামনা ও অভিনন্দন রইলো।