স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচী অনুযায়ী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রদল। আজ সকাল ১০টায় রাজধানীর মিরপুর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে শেষ হয় এবং মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান মামুন, হাসিবুল হাসান সজীব, শাহীনুর রহমান শাহীন, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান রাসেল, হায়াত মাহমুদ জুয়েল, দেলোয়ার হোসেন রাসেল, মৃধা জুলহাস, সাজ্জাদ হোসাইন চৌধুরী, মেসকাত হোসেন তনয়, পিয়াল হাসান, সজীব বিশ্বাস, শাহাবুদ্দীন ইমন, শামীম হোসেন, মাহফুজ রহমান, আবু রাসেল ভূইয়া সহ প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।