প্রকাশ সরকার সুমন :
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ন জয়ন্তী উপলক্ষে ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিক্তিক নাটক ”উইপোকা” মঞ্চস্থ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে মঞ্জুর রহমানের রচনায় ও এনায়েত হোসেন হীরুর পরিচালনায় ”উইপোকা” নাটক মঞ্চস্থ হয়। ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর সভাপতি আবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মুকুল। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নোতা নোমান মৃধা,নাট্যকার লুৎফর রহমান, মাতুয়াইল নাট্য সম্প্রদায় এর সাধারন সম্পাদক হামিদ কুরদু, যাত্রাবাড়ি থানা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান রতন, বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম বকুল, সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি সাইফুল মৃধা,মতিউর রহমান পনির প্রমূখ। প্রধান অতিথি নেহরীন মোস্তফা দিশি বলেন আমরা গৌরবের সহিত স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ন জয়ন্তী উদযাপন করছি। যার নেতৃত্বে আমরা পেয়েছি মহান স্বাধীনতা সেই শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিন¤্র শ্রদ্ধায় স্মরন করছি। স্মরন করছি সকল বীর শহীদদের। নাট্যশিল্পীদের উদ্দেশ্যে নেহরীন মোস্তফা বলেন দেশ গড়ার ক্ষেত্রে নাট্যশিল্পীদেরও এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে মিলেমিশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আন্তরিক ভাবে কাজ করে যাবো।