অনলাইন ডেস্ক◊◊
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া’র ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
আজ (৯ মে) মঙ্গলবার বিকাল ৫ টায় রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
জানাগেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বামী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে এক দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আম্মাদ হোসেন।