স্টাফ রিপোর্টার◊◊
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডেমরা থানার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত করা হয়েছে।
ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (২৫ জানুয়ারি) শনিবার বিকেলে ডেমরার স্টাফ কোয়াটার এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ইয়া হিয়া বিন আশরাফের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহিরউদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পান্না শিকদার, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, মনির হোসেন মৃধা, যুগ্ন সম্পাদক হাসান আলী।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল ডেমরা থানার শত শত নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশের মানুষের কন্ঠ টিপে ধরে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল।
আমরা মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। এখন মানুষ স্বাধীনভাবে মন খুলে কথা বলতে পারবে।
তিনি আরো বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। ১৭ বছর ওই ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতা কর্মীদের ঘরে থাকতে দেয়নি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীর উপর জুলুম অত্যাচার করেছে শেখ হাসিনা।
তিনি শেখ হাসিনা আমাদেরকে ঘর ছাড়া করেছিল। সৃষ্টিকর্তা তাঁকে দেশছাড়া করেছে। দেশের বাইরে থেকে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সর্বদা সচেষ্ট আছে এবং থাকবে।