শহীদুল্লাহ গাজী,ডেমরা থেকে♦
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ চেতনা কমান্ড পরিষদ ডেমরা থানা কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ আগষ্ট) সোমবার সন্ধ্যায় ডেমরার হাজী নগরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি গোলাম মোহাম্মদ আইয়ুব মোল্লা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক এম রশিদ মাষ্টার, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, যুগ্ন- সম্পাদক রওশন আলী, মুক্তিযোদ্ধা লাল মিয়া, কামাল হোসেন, কাঞ্চন মিয়া প্রমূখ। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।