প্রকাশ সরকার সুমন◊◊
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ডেমরায় ১ হাজার ৩ শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
এ সময়ে দুইটি রিক্স ভ্যান, ৫টি সেলাই মেশিন ও ১টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
ডেমরা ভলেন্টিয়ার্সের তত্ত্বাবধানে এবং বিএইচএস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ডেমরা ভলেন্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বাবসা কার্যকরী সভাপতি মোঃ ফখর উদ্দিন, সামসুন্নাহার মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কমরেড ইলিয়াস আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাসির প্রদীপ ফাউন্ডেশন, ডেমরা ব্লাড, আল মোস্তফা ফাউন্ডেশন, ফজলুর রহমান ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।