প্রকাশ সরকার সুমন♦
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ আগস্ট) সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিন ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু’র সভাপতিত্বে এবং ৭০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিকের সার্বিক তত্বাবধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবির।
এ সময়ে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন, সরফুদ্দিন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ,এম শরীফুল ইসলাম শরীফ, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ, সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমূখ।
বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তওবারক বিতরণ করা হয়েছে।