প্রকাশ সরকার সুমন।।
রাজধানীর ডেমরায় স্বেচ্ছাসেবী সংগঠন আলো’র পক্ষ থেকে ১১শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ (২৯ এপ্রিল) শুক্রবার বিকালে প্রথম ধাপে ডেমরার বিভিন্ন এলাকায় ৮০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উৎসবের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে একই দিনে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে কুড়িগ্রাম, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পর্যায়ক্রমে ৩০০ পরিবারের মাঝে আলো’র ঈদ উৎসবের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এদিন এলাকার বরেণ্য বক্তিবর্গ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় আলো’র স্বেচ্ছাসেবীরা সংগঠনের সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের নিজস্ব সকল দাতা ও শুভাকাঙ্খীদের প্রতি।