ডেমরা প্রতিনিধি:
রাজধানী ডেমরায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ঠুলঠুলিয়া ইয়ং ক্লাবের আয়োজনে, দবিরউদ্দিন আহম্মেদ মৃধা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, বিএইচএস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির তত্বাবধানে ও আব্দুল খালেক ফাউন্ডেশনের সহযোগীতায় শনিবার বিকেলে ডেমরার ঠুলঠুলিয়া বাজার এলাকায় তিন শতাধিক রোজাদার মানুষের মাঝে এ ইফতার বিতরন করা হয়। ঠুলঠুলিয়া ইয়ং ক্লাবেব সভাপতি মুরাদ ভূইয়ার সভাপতিত্বে ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। বিশেষ অতিথি ছিলেন বিএইচএস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জি: আসাদুর রহমান মিলন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন শাওন আহমেদ, আল-রাকিব, জুনায়েদ, জুবায়েরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার বিতরন শেষে নেহরীন মোস্তফা দলীয় নেতাকর্মীদের নিয়ে মাতুয়াইলে আরও একটি ইফতার মাহফিলে যোগদান করেন। পরে ডেমরার পাইটি এলাকায় বসবাসরত আওয়ামী লীগের তিনজন কর্মী দীর্ঘদিন অসুস্থ থাকায় তাদের খোঁজখবর নিতে পাইটি যান দিশি।