ডেমরা প্রতিনিধি :
বিজয়ের ৫০ বছর পূর্তি এবং মহান বিজয় দিবস উপলক্ষে ডেমরায় ন্যাশনাল পিপলস যুব পার্টির আলাচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, পূরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পার্টির ডেমরা কমিটির আয়োজনে (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডেমরার সারুলিয়া বড়ভাঙ্গাস্থ মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনপিপি ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক আরিফুর রহমান সুমন মাষ্টারের সভাপতিত্বে এবং ডেমরা থানা কমিটির সভাপতি ফারুক আহম্মেদ মিয়াজীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি সৈয়দ মাহমুদুল হক আক্কাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনপিপি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জি: কে,এম সামসুল আলম মিশুক, সাধারন সম্পাদক আলহাজ¦ হাফেজ মাও লুৎফর রহমান, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আজিজ প্রধান, মহিলা আওয়ামী লীগ ডেমরা থানার নেত্রী রাশিদা আক্তার শান্তা প্রমূখ। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরন ও তাদের আত্মার শান্তি কামনা করে মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ক্রীড়া ও নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পূরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন।