ডেমরা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় আলোচনা সভা,ক্রীড়া-চিত্রাংকন প্রতিযোগীতা,পূরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবমল্লিকা মডেল একাডেমীর আয়োজনে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দিনব্যাপী একাডেমী প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন। এ সময়ে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান, ডে-শিফট ইনাচার্জ সুমি আক্তার, মনিং শিফট ইনচার্জ আয়েশা আক্তার, স্কাউট শিক্ষক জিসান আহমেদ জয়, সুনিয়া আক্তার, বেদেনা, ময়না আক্তার। বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরন ও তাদের আত্মার শান্তি কামনা করে মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ক্রীড়া ও নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পূরস্কার তুলে দেয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।