।।প্রকাশ সরকার সুমন,ডেমরা থেকে।।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় গরীব দু:খীদের মাঝে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ কর্মসূচী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। পাইটি তরুণ সংঘের উদ্যোগে আব্দুল খালেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও ডেমরা ভলান্টিয়ার্সের তত্বাবধানে শুক্রবার বিকেলে ডেমরার পাইটি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় সাড়ে ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ১২০ জন নারী-পুরুষ-শিশুদের মাঝে বস্ত্র ও ৭ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাইটি তরুণ সংঘের সভাপতি রাহাত ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি, আব্দুল খালেক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিএইচএস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান খাঁন, অর্থ সম্পাদক খন্দকার ফারুক হোসেন নয়ন, বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক কমরেড ইলিয়াস আহমেদ, খাদ্য কর্মকর্তা আলমগীর হোসেন, ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ ডেমরা থানার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।