প্রকাশ সরকার সুমন◊◊
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা জাতীয় শিক্ষা পদক-২০২২ জরিপে সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অন্তর্গত ৬৮নং ওয়ার্ড মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার কাজী মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলামকে ডেমরায় গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ৬৮নং ওয়ার্ডের হাজী নগরে আয়োজিত অনুষ্ঠানে ডেমরায় বসবাসকারী কুমিল্লা ও চাঁদপুরবাসীর পক্ষ থেকে এ গনসংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহ আলম খন্দকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ৬২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, রুপসী ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার মাও মো: ওবায়দুল হক, বায়তুল আমান জামে মসজিদের সভাপতি এবিএম নূরুল হুদা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য জাতীয় শিক্ষা পদক ২০২২ জরিপে সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার মান উন্নয়নে আগামী দিনগুলোতে তিনি যেন গুরুত্বপূর্ন অবদান রাখতে পারেন আমরা সকলেই সে প্রত্যাশা ব্যক্ত করছি।