প্রকাশ সরকার সুমন, ডেমরা থেকে।।
স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী সারুলিয়া স্থায়ী পশুর হাটের কার্যক্রম শুরু হয়েছে। ইজারাদার আলহাজ্ব মোহাম্মদ আলীর সঞ্চালনায় রোববার বিকালে মিলাদ ও দোয়ার মাধ্যমে ওই হাটের এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, হাট কর্তৃপক্ষ ও ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. শামীম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম.এ বাশার মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে কাউন্সিলর মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ ৮২ বছর আগে এ হাটের যাত্রা শুরু হয়েছিল। রাজধানীর দুটি স্থায়ী সরকারী পশুর হাটের মধ্যে এটি একটি অন্যতম হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গত দুদিন আগে থেকেই এ হাটে ছোট বড় মাঝারী সকল প্রকারের গরু আসা শুরু হয়েছে। এ বছরও সুষ্ঠু ও সুশৃংখলভাবে হাট পরিচালনায় আলাদা মনিটরিং টিম গঠন করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়কে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের সুবিধা অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া ঈদ পরবর্তী সময়ে হাটের পরিচ্ছন্নতার বিষয়েও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সিরাজগঞ্জের পশু ব্যবসায়ী ছাত্তার বেপারি বলেন, বাপ দাদার আমল থেকে সারুলিয়া গরুর হাটে পশু বিক্রি করে আসছি। তবে ইজারাদার এবারও হাটে স্বাস্থ্যবিধি মানছেন বলে আমরা নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভাবে হাটে গরু বিক্রি কার্যক্রম করতে পারব।
এ বিষয়ে ঐতিহ্যবাহী সারুলিয়া পশুর হাটের ইজারাদার আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, আজও এ হাটটি অত্র অঞ্চলের মানুষের জীবন সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে। পাইকার ও পশু ব্যবসায়ীদের জন্য আস্থার প্রতীক এ হাট। স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করা হবে। এতে ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘেœ ও নিরাপদে পশু ক্রয় বিক্রয় করতে পারবেন। এদিকে হাট কর্তৃপক্ষও ক্রেতা বিক্রেতাদের সার্বক্ষনিক সহায়তা করবে।