প্রকাশ সরকার সুমন♦♦
ডেমরায় আসন্ন ঈদ উপলক্ষে সামাজিক সংগঠন পাইটি অগ্রগতি যুবসংঘের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ডেমরা ভলান্টিয়ার্স এর তত্ত্বাবধানে আব্দুল খালেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা ও বিএইচএস—৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় সোমবার বিকালে পাইটি এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।
স্বেচ্ছাসেবী ৭১ সংগঠনের সমন্বয়ে গঠিত ডেমরা ভলান্টিয়াসে’র্র ধারাবাহিক সর্বশেষ এ কর্মসূচীতে ২৯০ পরিবারে ঈদের খাদ্যসামগ্রী, ২ টি পরিবারে সেলাই মেশিন ও ১ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিংবডির সদস্য ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজাদুর রহমান রতন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, জাবেদ আলী, নজরুল, আলমগীর ও সোহেল রহমানসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন বলেন, এ বছর রোজায় ডেমরা ভলান্টিয়ার্স পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন। এদের মধ্যে ৩৪৫০ পরিবারে ঈদের যাবতীয় খাদ্যসামগ্রী,৭০ জনকে শাড়ি, ৫০ জনকে লুঙ্গি, ১০০ জন শিশু—কিশোরদের পোশাক, ১০৩০ জনের মাঝে খাবার বিতরণ, ২০ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ২ জন প্রতিবন্ধীকে ২ টি হুইল চেয়ার প্রদান করেছে। আর বিগদ ৭ বছরে সংগঠনটি ৩১ হাজার ৮৭৪ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেছে।