প্রকাশ সকাল সুমন◊◊
রাজধানীর ডেমরায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক ইস্ট পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) সদস্য বীর যোদ্ধা আব্দুস সালাম খানের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে পূর্ব—বক্সনগর দারুন্নাজাত মাদ্রাসা প্রাঙ্গনে ওই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় ডেমরা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন।
এদিন রাজারবাগ পুলিশ লাইনের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে ওই মাদ্রাসা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার জানাজা সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুস ছালাম গত রোববার (১২ নভেম্বর) রাত ১১ টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে হার্টের সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। জানাজা শেষে পূর্ব—বক্সনগর এলাকায় শুকুরশী কবরস্থানে তাকে দাফন করা হয়।