প্রকাশ সরকার সুমন◊◊
রাজধানী ডেমরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ডেমরার পাড়াডগাইর এলাকার হুমায়ুন কবির বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজে প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টারমাইন্ডের আয়োজনে দিনব্যাপী এক হাজার গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে এ চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ করা হয়।
প্রেসিডেন্ট, লায়ন মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন রতন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, লায়ন শামীম খান,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম মোল্লা, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, হুমায়ুন কবির বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া বেগমসহ অন্যরা।
গত কয়েক সপ্তাহ আগেও উক্ত সংগঠনের উদ্যোগে এবং আলহাজ্ব জয়নাল আবেদীনের রতনের সার্বিক ব্যবস্থাপনায় আমুলিয়া মডেল টাউনে ১ হাজার দুস্থ অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিতরণ করা হয়েছে।