প্রকাশ সারকার সুমন◊◊
রক্ত দিলে হয়না ক্ষতি,জাগ্রত করে মানবিক অনুভূতি এ স্লোগানে রাজধানীর ডেমরায় জনসাধারণের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন ইনসিয়াত’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী সারুলিয়ার রানীমহল এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় ২৮৪ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ১৬০ জনের প্রেশার নির্ণয় ও ২২২ জনের ডায়বেটিস পরীক্ষা করা হয়েছে। ইনসানিয়াতের আয়োজনে ক্যাম্পেইনের সার্বিক সহযেগীতায় ছিলেন ইবনে খালদুন হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,জান্নাত ফার্মেসি ও ইনসাফ ফার্মেসী।
এ সময় রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এদিন ৩ জন অভিজ্ঞ ডাক্তার এসব কার্যক্রম পরিচালনা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইনসানিয়াতের সভাপতি নাহিদ হাসান জিলানি ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শান্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জান্নাত ফার্মেসীর মালিক মো. বিল্লাল, ইসলাম . ইনসানিয়াতের মাঝহারুল ইসলাম জুম্মন, মো. সুমন, রাসেল, রাতুল ও সাইফুল ইসলাম সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
জনগনের মাঝে রক্ত দানে উৎসাহিত করা, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও ডায়বেটিন প্রতিরোধে করনীয় বিষয় প্রচারে এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইনসানিয়াত সংগঠনের সদস্যরা।