প্রকাশ সরকার সুমন◊◊
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে রাজধানীর ডেমরায় উন্নয়ন সমাবেশ শোভাযাত্রা বের করেছে ঢাকা-৫ নির্বাচনী এলাকার মহিলা লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ।
আজ (২ অক্টোবর) সোমবার বিকেলে মহিলা লীগ,যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের আয়োজনে কোনাপাড়া ফার্মের মোড় এলাকায় এই উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহানারা আক্তার, ডেমরা থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা জাহিদ, সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকি, যাত্রাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ মাহফুজা মনির, সারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিতা, মহিলা কাউন্সিলর নাজমা বেগম, ৬১,৬২, ৬৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা, ডেমরা থানা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদ আক্তার, যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক চাঁদনী আক্তার, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমা বেগম রত্না, বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা যুথি আক্তার বেলি, ৫৮,৫৯,৬০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহিদা বেগম, ৬৭,৬৮,৬৯ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল ও ডেমরা ইউনিয়ন যুব মহিলা লীগ সাবেক সভাপতি আয়েশা আক্তার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের সাবেক যুগ্ন সম্পাদক ১ রোকসানা আক্তার।
সমাবেশ শেষে জনগণের মাঝে আওয়ামী লীগের উন্নয়ন তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।