ইফতিয়ার আহমেদ পুলক♦♦
বছর ঘুরেই ফিরে এলো মহান পবিত্র এক মাস ব্যাপি সিয়াম সাধনার মাস। এ পবিত্র মাহে রমজানে মুসলমানদের মাঝে নামাজ-কালাম অর্থাৎ বেশি আমল করার তোরজোর দেখা যায় সকল মুসল্লিদের মাঝে।
এ তাৎপর্যপূর্ণ সিয়াম সাধনার দিনটি সামনে রেখে গতকাল (২৬ মার্চ) ২০২৪ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের এক মিলনমেলায় এ ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

উক্ত এ ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দৈনিক সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহজাহান জনি, ডৈইলি সকালের কাগজ এর সম্পাদক আব্দুল হালিম নিশাণ, দ্যা ডেইলি মুসলিমস্ টাইমস্ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল্ল্যাহ্ খালিদ রাসেল ও দৈনিক বাংলাদেশের খবর এর নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নুরুল আজিজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর এর রূপগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মিলন, আনন্দ টেলিভিশন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি গাজী সোহেল, দৈনিক স্বাধীনমত সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সম্রাট আকবর, দৈনিক বিজনেস বাংলাদেশ নারায়ণগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা, ডেইলি সকালের কাগজ স্টাফ রিপোর্টার রুবেল হোসেন, ডেইলি সকালের কাগজ স্টাফ রিপোর্টার ইফতিয়ার আহমেদ পুলক, ডেইলি সকালের কাগজ সিনিয়র ফটো জার্নালিস্ট হেলাল উদ্দিন ও এড. খোরশেদ আলম প্রমূখ।