নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশন (ডিজেএ)। গতকাল শনিবার বেলা ১২ টায় রাজধানীর জুরাইন এলাকায় অসহায়- দুস্থ ও শীতার্তদের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কবীর চৌধুরী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার-সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও দফতর-সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিলু, সার্বিক তত্বাবধানে ছিলেন, সাংগঠনিক-সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী জিন্নাহসহ সংগঠণের অন্যান্য নেতৃবৃন্দ।