নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের এজাহার নামীয় একজন প্রতারককে গ্রেফতার করেন র্যাব।গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় র্যাব-১১’র ময়মনসিংহ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা কালে সাঈদ হাসান সিফাত নামে একজনকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার মামলা নং-০৩, তারিখ ০২/০৩/২০২০, ধারা-২০১৮ সনের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৬(২)/২৫(৩)/২৯(১)/২৯(২) এর একমাত্র এজাহার নামীয় আসামী সাঈদ হাসান সিফাত (২০), পিতা-মোঃ ইয়াকুব আলী, মাতা-মোছাঃ সপ্না বেগম, সাং-ঝোগিনীমোরা খান্দাপাড়া, পোষ্ট-ঝোগিনীমোরা, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর’কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে মামলা সংক্রান্তে ১টি মোবাইল ফোন ও ১টি সীম কার্ড জব্দ করা হয়েছে। উক্ত আসামী বর্ণিত মামলার ভিকটিম এর সহিত ফেসবুকে পরিচয় হয়ে বন্ধুত্বের সম্পর্কের সুবাধে বিভিন্ন রকম অশ্লীল ও কুরুচীপূর্ণ ছবি ফেসবুকে ভাইরাল করে তাহার এবং তাহার পরিবারের সুনাম ক্ষুন্ন করেছে।আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
এবিষয়ে র্যাব-১১’র স্কোয়াড্রনলীডার উপ-পরিচালক একেএম মুনিরুল আলম এক বার্তায় জানান, ধৃত আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সোপর্দ করা হয়।