প্রকাশ সরকার সুমন,ডেমরা:
অন্যায় অপরাধ ও মাদক রোধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৭নং ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির গঠন করা হয়েছে। মো: ফিরোজ আলমকে সভাপতি ও মালেক সরদারকে সাধারন সম্পাদক করে পূর্ব বক্সনগর পঞ্চায়েত কমিটি ও মো: বাবুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মো: সাইদুল ইসলামকে সাধারন সম্পাদক করে দক্ষিণ বক্সনগরে ২১ সদস্য বিশিষ্ট পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ শনিবার সন্ধ্যায় বক্্রনগর আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ৬৭নং ওয়ার্ড উন্নয়ন ও শালিস কমিটির আহবায়ক আলহাজ¦ আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু’র (এমপি) পি,এস জিয়াউদ্দিন জিয়া। জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি আলহাজ¦ শামসুদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসাফো ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মো: মিজানুর রহমান মিজান, আওয়ামী মহিলা লীগ ডেমরা থানা নেত্রী রাশিদা আক্তার শান্তা, ৬৭,৬৮ ও ৬৯নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর হোসনে আরা শাহীন, শ্রমিক নেতা আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন মোল্লা, ফরিদ উদ্দিন, নূরুল হক বিল্লু, ওমর ফারুক, যুবলীগ নেতা শাহীন প্রমূখ। আব্দুল আজিজ প্রধান বলেন সন্ত্রাস, মাদকসহ যে কোন প্রকার অন্যায় অপরাধ নির্মূল করে একটি সুশিল সমাজ গঠনের লক্ষ্যেই এ পঞ্চায়েত কমিটির গঠন করা হয়েছে। যে সকল সদস্যগন এ কমিটিতে নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেকেই যেন নীতি ও আদর্শের সহিত দায়িত্ব পালন করে সমাজের শান্তি প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সে প্রত্যাশা ব্যক্ত করছি।