আমিরুল ইসলাম কবিরঃ
পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে অপরাধ মুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রূপ কুমার সরকার এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৫জন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এসময় পুলিশের এসআই (নিঃ) মোঃ সুলতান মাহমুদ,এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর কবীর,এএস আই মোবারক, এসআই জাহিদ,কং/৭২৫ মোঃ আবু তালেব,কং/৬৯০ রায়হান ইসলাম,কং/১০২৩ আহসান, কং/৫৬০ ফরহাদ সহ ৩রা এপ্রিল পলাশবাড়ী থানাধীন হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য,দস্যুতা,চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী ১/মোঃ শাকিল (২১), পিতা মোঃ আনোয়ার হোসেন,সাং-দুবলাগারী,২/মোহাম্মদ জুয়েল মিয়া (২৩), পিতা- মোঃ শামসুল মিয়া,গ্রাম জগন্নাথপুর,৩/ মোঃ রায়হান (২৮),পিতা- মোহাম্মদ সাহেব আলী,৪/ মোহাম্মদ ইসমাইল (১৯),পিতা- মোঃ বাবলু মিয়া, গ্রাম- রামকৃষ্ণপুর ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৫/ মোঃ মেহেদী হাসান শুভ (১৭),পিতা- মোঃ নাদের হোসেন মন্ডল,গ্রাম-বাহিরডাঙ্গা,সর্ব থানা- পলাশবাড়ী,জেলা- গাইবান্ধাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পলাশবাড়ী থানার এফআইআর নং ১৫,তারিখ ১৫ই জানুয়ারি ২০২২,জিআর নং-১৫/২২,ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এবং পলাশবাড়ী থানার মামলা নং ৪ তারিখ ৩/৪ /২০২২ ধারা ৩৯৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।