||রাজিবুল হাসান, ঠাকুরগাঁও থেকে||
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাবকলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।সোমবার (৩০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.আলী আববার,সদস্য তৈৗহিদুর রহমান সেলিম,রাজিবুল হাসান,অ্যাড.আয়মুল ইসলাম সুমন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু। এছাড়াও জেলা,উপজেলা,পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বাঙ্গালি জাতি আজ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াঁতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির আদর্শ ও অনুপ্রেরণা। বঙ্গবন্ধু স্বাধীনচেতা মানুষ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। জাতির এই মহান নেতার স্বপ্নের সোনার বাংলা গঠন করতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।