আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার ঢোলারহাট বাজারে রবিবার (১২ জুন) দুপুরে মিডল্যান্ড ব্যাংক দিনাজপুর দশমাইল শাখা ব্যবস্থাপক আহসানুল আলম এই আউটলেট উদ্বোধন করেন।
আউটলেট স্বত্বাধিকারী সাবেক চেয়াম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর দশমাইল শাখা ব্যাবস্থাপক মোঃ আহসানুল আলম , প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু , ঢোলারহাট ইউনিয়ন চেয়াম্যান অখিল চন্দ্র রায়, ২১নং ঢোলারহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম, ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম বলেন, এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকরা নিয়মনুযায়ী টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। নগদ জমা, নগদ উত্তোলন, বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ, দ্রুত টাকা ট্রান্সফার, চেকবই, লোন প্রসেসিং ও ডেবিট কার্ড গ্রহণসহ যাবতীয় সেবা পাবেন।
তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের নিকট অত্যাধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এ দেশের সেরা হতে চায় মিডল্যান্ড ব্যাংক। দ্রুত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকিং সেবা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক। যেখানে পরিপূর্ণ শাখা স্থাপন অর্থনৈতকভাবে কার্যকর নয়, সেসব এলাকার অর্থনীতি আরও সচল হচ্ছে।
বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় নিয়ে এসে তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। এর ফলে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে, নতুন কর্মসংস্থান বাড়ছে। এছাড়াও এ জনপদের মানুষ এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।