আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও।।
করোনা কালীন সময় ও পবিত্র রমজানকে সামনে রেখে ভোক্তাদের ন্যায্য মূল্যে পেতে ও খামারীদের উৎপাদিত পন্যের মূল্য পেতে ঠাকুরগাঁও প্রাণী সম্পদের উদ্যোগে দুধ, ডিম ও মুরগী বিক্রয় কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মামুন অর রশীদ, ভ্যাটেনারী সার্জন ডা. শাহরিয়ার মান্নান ও অন্যরা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন একদিকে ভোক্তারা যেন ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মুরগী কিনতে পারে। অপরদিকে করোনাকালীন সময়ে খামারীরা যেন তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় সে জন্য প্রাণী সম্পদ এই উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন করোনকালীন সময়ে নিত্য প্রয়োজনী পন্যের মূল্য যেন সহনীয় থাকে সে জন্য এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।