নিজস্ব প্রতিবেদকঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। শুক্রবার (৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃদ্বয় বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ জয় প্রমাণ করে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি। দলের ধারাবাহিক নৈপুণ্য প্রমাণ করে বাংলাদেশ এখন একটি পরিণত ও শক্তিশালী ক্রিকেট দল। দেশবাসী প্রত্যাশা করে বাংলাদেশের ক্রিকেট টিম তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে।