শেরপুর প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। তিনি সকল ভূমি মালিককে তাদের জমির সকল তথ্য উপজেলা/ইউনিয়ন ভূমি অফিস অথবা অনলাইনে জমা দিয়ে হোল্ডিং এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিত করতে আহ্বান জানান। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সু্রুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মন্টু, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির প্রমুখ।
এ সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৪” উপলক্ষ্যে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। এছাড়াও ভূমিসেবা ও সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ চলবে।
Tags: ঝিনাইগাতী