শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নানা উৎসাহ,উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের সম্মুখে যায়যায়দিনের ঝিনাইগাতী প্রতিনিধি গোলাম রব্বানী টিটুর আয়োজনে এক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ।
এছাড়াও র্যালিতে অংশ নেন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র্যালি শেষে ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দের সভাপতিত্বে ১৯তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় দৈনিক যায়যায়দিনের ১৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সারা জাগিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাঁদের বিশ্বাস। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক যায়যায়দিন আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা।
Tags: ঝিনাইগাতী