আনিছ আহমেদ,শেরপুর◊◊
শেরপুর ঝিনাইগাতী উপজেলা এলাকায় জেল হত্যা দিবস পালিত করা হয়। এ উপলক্ষে (৩ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা শীর্ষ মনোয়ার, প্রিয়ার মোহাম্মদ ফায়সাল, মিন্টু মিয়া, নবিজল হক রানা, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুবলীগ নেতা আলতাফ হোসেন, আবু বকর সিদ্দিক, যুবলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Tags: ঝিনাইগাতী