বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা মুখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর মমিন, বিএনপি নেতা আব্দুল মান্নান হিরা, গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজান, ঝিনাইগাতী উপজেলা কৃষক দলের সভাপতি এফএম সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রাব্বানী সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, মহিলা দলের নেত্রী জেবুন্নেছা হক কোহিনুর, জেসমিন আক্তারসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক-কৃষানিগণ উপস্থিত ছিলেন।