সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় র্যাব-১১’র কাভার্ডভ্যানসহ ১৬৮০ লিটার জ্বালানী তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৮টি ড্রামভর্তি ১,৬৮০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ আকরাম হোসেন (৩৫) ও মোঃ নুরুল ইসলাম (৪৫)। এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আকরাম হোসেন মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানাধীন বন্দর এলাকার মৃত কাশেম হোসেন এর ছেলে এবং অপর আসামী মোঃ নুরুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন আমুদপুর এলাকার মৃত আসমত আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
জানা যায়, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।