সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড এলাকায় জ্বালানী তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেফতার করেন র্যাব।গতকাল (২৪ জুন) বৃহস্পতিবার রাত ১ টার সময় চিটাগাংরোড এলাকায় জ্বালানী তেল চোরাই চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ বাহাউদ্দিন @ বাতেন (৪৮) এবং মোঃ আঃ সাত্তার @ সোহাগ (৩৮)। উক্ত অভিযানে সাড়ে ১৩ হাজার লিটার চোরাই জ্বালানী তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ও ১টি ট্যাংক লরী জব্দ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা হতে অসাধু উপায়ে জ্বালানী তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে পেট্রোল পাম্পগুলোতে সরাবরাহ করে আসছে।
ন্যাপথা মূলত ক্যামিকেল কোম্পানীগুলোতে ব্যবহার করা হয়। ইঞ্জিন চালিত গাড়ীতে ব্যবহৃত জ্বালানী তেল পেট্রোলের তুলনায় ন্যাপথার বাজার মূল্য অনেক কম হওয়ায়।
উক্ত চোরাই চক্র অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য পেট্রোলের সাথে ন্যাপথা মিশিয়ে গাড়ীর মালিকদের কাছে বিক্রয় করে প্রতারণা মূলক ভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এধরনের জ্বালানী তেল পেট্রোলের সাথে মিশ্রিত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ব্যবহারের ফলে গাড়ীর ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।