নিজস্ব প্রতিবেদক:
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে অসাধারণ বিজয় অর্জন করায় জেসিন্ডা আরডার্ন ও তার লেবার পার্টিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।
তারা নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ায় জেসিন্ডা আরডার্ন ও তাঁর লেবার পার্টিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বন্ধুত্ব আরো গভীর ও আন্তরিকা বৃদ্ধি পাবে। একই সাথে বাংলাদেশ ও নিউজিল্যান্ড শিক্ষা খাতে একে অপরকে সহযোগিতা করে আসছে তা আরো বিস্তৃত হবে।
নেতৃদ্বয় বলেন, করোনাভাইরাস বিশ্বমহামারি ও সন্ত্রাসী হামলাসহ নানা সঙ্কট সফলভাবে মোকাবেলা করে জেসিন্ডা আরডার্ন ইতোমধ্যে বিশ্বে যে উদাহরণ সৃষ্টি করেছেন তার সেই ধারা অব্যাহত থাকুক।