নিজস্ব প্রতিবেদক◊◊
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আইন সেলের উদ্যোগে জেল হত্যা আইনের শাসন সংবিধান ও সাংবিধানিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
গতকাল (২ নভেম্বর) বুধবার ৩ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জেল হত্যা আইনের শাসন সংবিধান-সাংবিধানিকতা নিয়ে এক শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড.শ ম রেজাউল করিম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নী জেনারেল পর বাংলাদেশ সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান টিপু ও সঞ্চালনা করেন উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।