প্রকাশ সরকার সুমন◊
রাজধানীর জুরাইন লেভেল ক্রসিংয়ে আটকা পরা ১ টি মালবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ড, ১১-৯৩৩৬) রেকার লাগিয়ে টেনে ও পেছন থেকে ঠেলে রক্ষা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে দুই রেল লাইনের লেভেল ক্রসিংয়ের গর্তে পড়া লোহা বাহী পিকআপটি আটকা পড়ে। এ সময় পিকআপের পেছনের চাকা আটকে যাওয়ায় অনেক চেষ্টা করেও চালক গাড়িটি সরাতে পারেনি। এ ঘটনা দেখতে পেয়ে তড়িৎ গতিতে ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌকিকের নেতৃত্বে পদক্ষেপ নেওয়া হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই পিকআপ ও চালক। ইতিপূর্বেও ওই টিআই তাৎক্ষনিক টেলিফোনে কমলাপুর রেলওয়ে স্টেশন কন্ট্র্রোল রুমে অবগত করলে সাময়িকভাবে ট্র্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ট্রাফিকের সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ, কনস্টেবল মো. আসলাম, মো. নাসিম ও মো. নাজিমসহ স্থানীয় জনগন পিকআপ উদ্ধারে সহযোগীতা করেন।
টিআই বিপ্লব ভৌমিক বলেন, ইতোপূর্বেও এখানেই গত ৬ মে এভাবে একটি যাত্রীবাহী বাস ৪০ জন যাত্রী নিয়ে আটকা পড়লে চালক ভয়ে পালিয়ে যায়। তখন ট্রেন মাত্র ছিল দু’এক মিনিটের দূরত্বে। তখনও আমরা এভাবেই স্থানীয় জনগন নিয়ে বাস ঠেলে যাত্রীদের নিরাপদে নিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ট্রেন রেল ক্রসিং অতিক্রম করে। তবে এবার সাবধানতাবশত ফোন করে আগেই ট্র্রেন চলাচল বন্ধ রেখে আমরা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে পিকআপটি উদ্ধার করি। আর এ বিষয়ে ডেল্টা থ্রি তে একটি সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর -৪০০ ওয়ারী জোন।