জহিরুল আলম পিলু♦♦
তীব্র তাপপ্রবাহে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
গতকাল (২৭ এপ্রিল) শনিবার বেলা ৩টায় ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে রাজধানীর জুরাইন ট্রাফিক পুলিশ বক্সের নিচে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমাম। এ সময় এক হাজার সাধারণ জনগণ, পথচারী, শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় ট্রাফিকের ডিসি আশরাফ বলেন,তীব্র তাপদাহের মধ্যে হিট স্টোক থেকে রক্ষায় ডিএমপি থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদেরও একাজে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়া সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
কারণ তাদের পক্ষে বিশুদ্ধ পানি কিনে খাবার সামর্থ্য থাকে না। যতদিন তাপদাহ থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডিসি।
বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন পেয়ে খুবই খুশী রিকশাচালক মামুন। তিনি বলেন এই প্রচন্ড গরমে রিকশা চালিয়ে আমরা খুবই ক্লান্ত হয়ে পরি। এ সময়ে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন পেয়ে আমাদের খুবই উপকার হইছে।
প্রায় ৭০ বছর বয়স্ক দিনমজুর জাহাঙ্গীর জানান, এইরকম গরম আমার জীবনে দেখি নাই। ট্রাফিক পুলিশের দেওয়া বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে ও খেয়ে খুবই ভালো লাগছে। পুলিশের এই মানবিক কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার কপিল দেব গাইন, ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার মোস্তাকিন বিল্লাহ ফেরদৌস, ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: ইসমাইলসহ অন্যান্যরা।